Saturday, September 10, 2016

বই পড়লে আলো আসবেই


গুডরিডসে একটা থ্রেড দেওয়া হয়েছিলো এমন যে-
“আমি অনেক বই পড়েছি কিন্তু প্রায় বেশিরভাগই ভুলে গেছি। তাহলে বই পড়ার উদ্দেশ্য কি দাঁড়াচ্ছে ?”
Jake Dahlgren নামে একজন লেখক উত্তর দিয়েছেন এভাবে-

“ আমি যখন বাচ্চা ছিলাম তখন অনেক খাবারই খেয়েছিলাম। বেশিরভাগ খাবারই অনেক আগেই পতিত ও বিস্মৃত হয়েছে। কিন্তু নিশ্চিতভাবেই বলে দেয়া যায় যে আমার রক্ত-মাংশ ও হাড়ে এসবের অবদান বা রেশ কিছুটা হলেও আছে।
ধরে নেয়া যাক বইপড়াও মানব মনের জন্য সেরকম কিছু। ”

@ উপরের থ্রেডের মতো চিন্তা অনেক আগে আমারো আসত যে বই পড়লে মনে থাকে না, তো পড়ব কেন? কিন্তু মনে মনে এই উত্তরটাই ভেবেছি এতদিন। এখন এ রিপ্লাইটা দেখে নষ্টালজিক হয়ে গেলাম। তাই আজকের ইয়ো-ইয়ো প্রজন্মের কাছে রিমাইন্ডার হিসেবে দিলাম।

#বই_পড়লে_আলো_আসবেই

No comments:

Post a Comment