তবুও ভোর হয়, রক্তিম নতুন সূর্য উঠে
দূরে ঠেলে অন্ধকার,
তবুও রোদ্দুরে ছেয়ে যায় পৃথিবী
শত দুর্যোগ পর।
তবুও স্বপ্নে বিভোর হই, নিশিদিন
হাজারো দুঃস্বপ্নের পর।
তবুও ভালোবাসি প্রাণে প্রাণ মিলে
অবধারিত মৃত্যুভয় নিয়ে।
তবুও জেগে উঠি শত হতাশা নিয়ে
বারংবার,
তবুও হাসি, করি উৎসব শত দুঃখ মাঝে
লক্ষকোটি বার।
জেনেছি আমি হাজারো দুর্যোগ মাঝে
নিজ সুর্যকিরণ বিকিরিত হয়
প্রতিদিন, শত অমানিশা ভেদ করে।
কেটে যায় শত রিক্ততা, জরা ও হতাশা
যদি মনে থাকে আশা,
যদি বেঁচে থাকে স্বপ্ন, ইচ্ছা আর একমুঠো ভালোবাসা।
তাই গেয়ে যাই এই গান, এই মঙ্গলবার্তা
এইসব শুষ্ক, ভগ্ন, রিক্তহৃদয় মাঝে
জাগাইবে প্রাণ, সঞ্চারিবে আত্মা
মনে রাখি নিশিদিন, শতদুর্যোগ মাঝে
হারাবোনা, আশা ও বুক ভরা ভালোবাসা
তাই,
তবুও বারংবার জেগে উঠি, ঝঞ্চাবিক্ষুব্ধ পথে।
-বিলাস কুমার সাহা
১লা সেপ্টেম্বর ২০১৬

No comments:
Post a Comment