Wednesday, August 24, 2016

অনুপ্রেরণার দুষ্টচক্র

আনুপ্রেরণার দুষ্টচক্র মানে কি তা কেউ কি জানো?
নিজের সাকশেসের জন্য মানুষ অনুপ্রেরিত হতে চায়। এজন্য নানা সাকশেসফুল মানুষের হার না মানা  গল্প শুনে, তাদের পথ অনুসরন করে অনুপ্রাণিত হতে চায়। এইভাবে অনুপ্রাণিত হয়ে অনেক কিছুই করা সম্ভব।

কিন্তু, আমার ব্যাপারটা শুধু অনুপ্রেরণার গল্পগুলো শোনার মধ্যেই সীমাবদ্ধ। আমি নিজের অনুপ্রেরণার জন্য অনেক কিছুই করি। বই পড়ি, মুভি দেখি নানা অনুপ্রেরণার গল্প শুনি। কিন্তু অনুপ্রাণিত হই না,  নিজের মতই চলি। একটা অনুপ্রেরণার গল্প শেষ হলে আরেকটার জন্য অপেক্ষা করি। মানে অনুপ্রেরণার দুষ্টচক্রে আবদ্ধ!  হা হা! :-D


তবুও এসব অনুপ্রেরণার গল্পগাঁথা ভালোবাসি, নিছক ভালো লাগে জন্য। দেখি, নিজের মত চলে দেখি একদিন আমার ব্যার্থ গল্পগুলো অন্যদের অনুপ্রাণিত করতে পারে কিনা! 

Rise and rise again untill the lamb  becomes  Lion!
-Robin Hood